কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাতে নিহত আসাদের বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
দায়ের করা মামলায় নিহতের ছোট ভাই দীন ইসলাম (৩৫), মা কেওয়ার (৮০), বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিনসহ (২৪) মোট ৯ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার দুপুরে তিনজনের মরদেহের ময়নাতদন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। পরে রাতে জানাজা শেষে জামষাইট গ্রামের সামাজিক গোরস্তানে দাফন করা হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার বনগ্রাম ইউনিয়নের মৃত মীর হোসেনের ছেলে আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের শিশু সন্তান লিয়ন।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এএ