যশোর: যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- ঝিকরগাছার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।
আহত তিনজন হলেন- বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৩), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।
জানা গেছে, বিকেলে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেল ও বাকড়া থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটসাইকেলের আরোহী ওই দুই যুবক নিহত হন এবং আহত হন তিনজন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজন একই হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ইউজি/এসআরএস