যশোর: যশোরের বেনাপোলে হাবিব বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়া সাকিনস্থ আটক আসামি হাবিব বিশ্বাসের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হাবিব বিশ্বাস ওই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
র্যাব-৬ (সিপিসি ৩, যশোর ক্যাম্পের) কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে নয়টি বিদেশি পিস্তল ও ১৯টি পিস্তলের ম্যাগাজিন, ৪৯ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ইউজি/এনটি