নারায়ণগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণঞ্জে জশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানবজাতির শান্তি কামনা ও করোনা থেকে মুক্তির প্রার্থনায় শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সাড়ে ১১ টায় শহরের নিতাইগঞ্জ মোড় থেকে র্যালিটি বের করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহের নেতৃত্বে র্যালিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষ অংশ নেন।
এদিকে র্যালি উপলক্ষে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ওএইচ/