জনসাধারণের জন্য উন্মুক্ত খিলগাঁও জোড় পুকুর মাঠ
ঢাকা: জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকাধীন খিলগাঁও জোড় পুকুর খেলার মাঠ। ডিএসসিসির 'জল–সবুজে ঢাকা' প্রকল্পের আওতায় উন্নয়নকৃত খেলার মাঠটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) খেলার মাঠটি উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, এক সময় পার্কটি সঠিকভাবে ব্যবহারের অনুপযোগী ছিল।
আমরা পার্কটি বদলে দিতে কাজ করেছি। বর্তমানে পার্কটি মোটামুটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। আরও কিছুটা কাজ এখনো বাকি। এ অবস্থায় এসে আমরা পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। সবাই এখন থেকে পার্কটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারের সময় যদি কোনো ভুলত্রুটি ধরা পড়ে বা পরামর্শ থাকে সেটা জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
ডিএসসিসি সূত্রে জানা যায়, মাঠের ভেতরে ২৪টি ও বাইরে ২৪টি এলইডি লাইট বসানো হয়েছে। ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৪৭ মিটার প্রস্থের মাঠটির অভ্যন্তর এবং ওয়াকওয়ের কাজ শেষ হয়েছে। ডেকোরেশনের অল্প কিছু কাজ এখনো বাকি আছে। সব কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করা হবে। এটির নকশা করেছেন স্থপতি রফিকুল আজম। মাঠটিতে সবুজ ঘাস বোনা হয়েছে। চারদিকে ১৬ ফুট বিশিষ্ট লোহার নেটের প্রাচীর ও মাঠের পাশের ড্রেনের সংস্কার কাজ শেষ হয়েছে।
একই সঙ্গে মাঠে শিশুদের খেলার জন্য দোলনা, সিঁড়িসহ বিভিন্ন উপকরণ বসানো হবে। বৃষ্টির পানি নিচে গড়িয়ে ড্রেনে চলে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের চারপাশে হাঁটার জন্য ওয়াকিংওয়ে এবং সিসি ক্যামেরা থাকবে।
পার্কটি উন্মুক্তকরণ অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি১২, ২০২০
এস এইচ এস/এমএমআই/এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।