ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরের এসপি-এএসপি’র বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
দিনাজপুরের এসপি-এএসপি’র বদলি

দিনাজপুর: একদিনের মাথায় দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকার এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিমকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের বদলির খবর পাওয়া যায়।

পুলিশ সুপারের বদরির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র।

আর অতিরিক্ত পুলিশ সুপার ও কোতয়ালী থানার ওসির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

সূত্র জানায়, দিনাজপুরের এসপি সৈয়দ আবু সায়েমকে ঢাকার সিআইডি অফিসে বদলি করা হয়েছে। অন্যদিকে দিনাজপুর সদর সার্কেলের এএসপি সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এবং কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রামের আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।  

ওসি রেদওয়ানুর রহিম।

ওসি রেদওয়ানুর রহিম।

একসঙ্গে দিনাজপুরের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়ে নানান গুঞ্জন শুরু হলেও কী কারণে তাদের বদলি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রে জানায়, চাকরির সাধারণ নিয়ম অনুযায়ীই তাদের বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।