ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৩৪ লাখ ৬১ হাজার টাকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বেনাপোলে ৩৪ লাখ ৬১ হাজার টাকা জব্দ উদ্ধাকৃত টাকাসহ বিজিবি সদস্যরা

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৩৪ লাখ ৬১ হাজার বাংলাদেশি টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা এই টাকার চালান জব্দ করেন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে টাকার একটি চালান পাচার হচ্ছে।

এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর মাঠে পাচারকারীদের ধাওয়া করা হয়।  

এ সময় পাচারকারীরা তাদের সাথে থাকা টাকার ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগের মধ্য থেকে ৩৪ লাখ ৬১ হাজার টাকা জব্দ করা হয়।

৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক টাকা জব্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, জব্দকৃত টাকা বেনাপোল পোর্টথানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।