ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ওষুধের কাঁচামালের গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
গাজীপুরে ওষুধের কাঁচামালের গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ওষুধের কাঁচামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, টঙ্গীতে অবস্থিত এস কে এফ ফার্মাসিটিকেল নামে একটি ওষুধ কারখানা রয়েছে। ওই কারখানার কাঁচামালের টিনশেডের গুদাম গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায়। রাতে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।  

আগুনে গুদামে থাকা ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।