ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির ফ্রি স্বাস্থ্যসেবা নিলেন ১৫ সহস্রাধিক রোগী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ডিএসসিসির ফ্রি স্বাস্থ্যসেবা নিলেন ১৫ সহস্রাধিক রোগী বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা/ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিনামূল্যে বাড়িতে গিয়ে নাগরিকদের শীতকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। শুক্রবার (৫ জানুয়ারি) পর্যন্ত এই সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৭২ জন রোগী।

গরিব, অসহায়, দুস্থ ও বস্তিতে বসবাসরত রোগীদের বাড়িতে গিয়ে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে ডিএসসিসির একটি টিম। বিনামূল্যে ঘরে বসে এ সেবা পেয়ে দারুণভাবে উপকৃত হচ্ছেন।

শীতের তীব্রতা বাড়ায় নারী, শিশু ও বৃদ্ধরা জ্বর, সর্দি, কাঁশি, হাঁপানি/শ্বাসকষ্ট ডায়রিয়া ইত্যাদি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রোগীদের শতকরা ২৫ শতাংশ শিশু। এছাড়া ৪০ শতাংশ নারী এবং ৩৫ শতাংশ পুরুষ।

জানা যায়, ঢাকা দক্ষিণের ৫ নম্বর অঞ্চলের ৪৫, ৫০, ৫২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, মুরাদপুর, জুরাইন, ধলপুর এলাকা এবং অঞ্চল ৩ এর কামরাঙ্গীরচর এলাকা থেকে বেশি রোগী পাওয়া যাচ্ছে। বস্তি এলাকাতেও আক্রান্ত রোগীদের সংখ্যা তুলনামূলক বেশি।

এসব রোগীদের অ্যামোক্সিসিলিন ক্যাপসুল অ্যান্টাসিড, হিস্টাসিন, প্যারাসিটামল, সলবিউটামল, মেট্রোনিডাজল ইত্যাদি ট্যাবলেট এবং ওরস্যালাইন দেওয়া হচ্ছে।

কল সেন্টারে এ পর্যন্ত ৪৯ হাজার ৭৩২টি কল পাওয়া গেছে। এ সেবা কার্যক্রম চলতি জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে। সম্মানিত নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।