ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পানি সরবরাহ বন্ধে ভোগান্তিতে গ্রাহকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ঝালকাঠিতে পানি সরবরাহ বন্ধে ভোগান্তিতে গ্রাহকরা

ঝালকাঠি: ঝালকাঠিতে পাইপ ফেটে সাপ্লাইয়ের পানি সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পৌরসভা এলাকার সাড়ে পাঁচ হাজার গ্রাহক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের মোড়ে পানি সাপ্লাইয়ের পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়।

পৌরসভার পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলী কামরুল হাসান বাংলানিউজকে জানান, শহরের ফায়ার সার্ভিসের স্টেশন সংলগ্ন এলাকায় মাটি খোড়ার কাজ চলছে।

ভোরে ওই এলাকায় একটি পাথড়ভর্তি ট্রাক খাদে আটকা পড়ে যায়। এসময় পানি সাপ্লাইয়ের পাইপ ফেটে যায়। খবর পেয়ে সকাল ৭ টায় ঘটনাস্থলে গেলে ট্রাকের কারণে মেরামত কাজ শুরু করা যায়নি। ফলে পৌর শহরের সাড়ে ৫ হাজার গ্রাহককে সকাল ৮ টা থেকে পানি দেওয়া সম্ভব হয়নি।  

কামরুল হাসান বলেন, মূল লাইনের পাইপ ফেটে যাওয়ায় গোটা শহরের সার্ভিসই বন্ধ রাখতে হয়েছে।

ট্রাকটির সরানোর কাজ শুরু হয়েছে। ট্রাকটি সরানো গেলে দুই ঘণ্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।