ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর: নিজের মেয়েকে (২২) ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে নিমাই চন্দ্র শীল (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত নিমাইয়ের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০ মে মাদকাসক্ত নিমাইয়ের নির্যাতনের শিকার হন তার মেয়ে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরকে জানালে নিমাই বাড়ি থেকে পালিয়ে যান। পরে ২০১৬ সালের ৩ আগস্ট মেয়েটি বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিমাইকে এ দণ্ডাদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।