ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট অঞ্চলে বোরোর লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
 সিলেট অঞ্চলে বোরোর লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন বোরো চাষে ব্যস্ত কৃষকরা

সিলেট: বোরো মৌসুমে সিলেট থেকে প্রায় ১৮ লাখ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর।

পৌষ মাসের শেষ দিকে জমিতে ধানের চারা পুষ্ট হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ সিলেটের হাওরের পানি দেরিতে নামায় ধানের চারা লাগাতে বিলম্ব হচ্ছে।

   

হাওরাঞ্চলের কৃষকদের অনেকে এখনও জমি চাষাবাদের জন্য প্রস্তুত করছেন। যে কারণে ধান রোপন শেষ করতেই বিদায় নেবে পৌষ।

বিশেষ করে বৃহত্তর সিলেটের হাকালুকি হাওর, টাঙ্গুয়া, শনির হাওর, দেখার হাওর, হাইল হাওরে জমিগুলোতে এখন ধানের চারা রোপন চলছে পুরোদমে।  

ধানের চারা লাগাতে বিলম্ব হওয়ায় এখন কৃষকরা চড়াদামে ট্রাক্টর দিয়ে চাষ ও শ্রমিকদের মজুরি বাড়িয়ে চারা রোপন করাচ্ছেন। চলতি বছর বোরো মৌসুমে বৃহত্তর সিলেটে বোরো ধান থেকে প্রায় ১৮ লাখ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর।
বোরো চাষে ব্যস্ত কৃষকরা

সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার সিলেটের চার জেলায় ৪লাখ ৫৬ হাজার ৭১৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।   এরমধ্যে সিলেটে ৭৬ হাজার ৮৩৩ হেক্টর, মৌলভীবাজারে ৫০ হাজার ৪৬৪ হেক্টর, হবিগঞ্জে ১ লাখ ৩৬ হাজার ৬শ’ হেক্টর, সুনামগঞ্জ ২লাখ ১৫ হাজার ৮১৭ হেক্টর জমিতে বোরো জমি প্রস্তুত করা হচ্ছে।

বিভাগে কৃষকের সংখ্যা ১১লাখ ৮১ হাজার ১১৩ জন কৃষক এবার বোরো চাষাবদ করছেন। এরমধ্যে সিলেটে ৩ লাখ ২৮ হাজার ৬৪ জন, মৌলভীবাজার ২ লাখ ৪৭ হাজার ৮৯ জন, হবিগঞ্জ ২লাখ ৮৫ হাজার ২২৫ জন এবং সুনামগঞ্জে ৩লাখ ২০ হাজার ৮৪৫ জন কৃষক রয়েছেন।  

এসব কৃষকের মাধ্যমে এবার ১৭ লাখ ৯৫ হাজার ৭১ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে, জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষ্ণ চন্দ্র হুড়।
বোরো চাষে ব্যস্ত কৃষকরা বাংলানিউজকে তিনি বলেন, এবার দেরিতে বোরো চাষাবাদ শুরু হলেও আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন সম্ভব মনে করেন তিনি।

ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের হাকালুকি পাড়ের কৃষক কামরান আহমদ মামুন বলেন, এবার হাকালুকির পানি নেমেছে দেরিতে। তাই দেরিতে বোরো ধানের চারা রোপন করা চলছে।  

দেরিতে জমিতে চাষাবাদ শুরু করলেও ফলন ঘরে তোলার আশাবাদ ব্যক্ত করে একই এলাকার চাষী শামীম আহমদ বাংলানিউজকে বলেন, প্রকৃতির বিরূপ প্রভাব না পড়লে ফলন ভালো হবে। এ বছর ৩ বিঘা জমিতে চাষ করছেন তিনি।

সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকার কৃষক মন্তাজ আলী বলেন, নগরী সংলগ্ন পারাইরচক হাওরে তিনি প্রায় দেড় একর জমিতে বোরো চাষ করেছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকা-মাকড়ের প্রাদুর্ভাব না থাকলে ফলন ভাল হবে আশাবাদী তিনি।

**শীতের সবজিতে সিলেটে স্বস্তি

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।