ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় ট্রাক উ‌ল্টে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
তালায় ট্রাক উ‌ল্টে নিহত ২

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপ‌জেলায় স্কে‌বেটর মে‌শিনবাহী ট্রাক উ‌ল্টে রওশন (২৫) ও আ‌জিজ (৩০) নামে দু’জন মারা গেছেন। বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দি‌কে উপ‌জেলার জালালপুর ইউ‌নিয়‌নের জেঠুয়ায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত রওশন ও আ‌জিজ চট্টগ্রাম জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসান হা‌ফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে ঘটনা‌টি জানিয়ে বলেন, রা‌তে য‌শোর থে‌কে স্কে‌বেটর মে‌শিন নি‌য়ে তালায় আসার প‌থে এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পার্শ্ববর্তী খা‌দে প‌ড়ে যায়।

এ‌তে ঘটনাস্থ‌লেই ট্রা‌কের দুজন আ‌রোহী নিহত হন।

নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে প্রের‌ণের প্র‌ক্রিয়া চল‌ছে।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।