ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বগুড়ায় বার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক বগুড়ায় বার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক/ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের পর শহরের আদালত পাড়ায় মতিয়ার রহমান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
 
এছাড়া অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম ফজলুল হক, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি লুৎফে গালিব আল জাহিদ, বিদায়ী সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউর রহমান, বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সাইফুল ইসলাম, আইনজীবী রাশেদুল আলম সবুজ, রুহুল আমিন রুহুল প্রমুখ বক্তব্য রাখেন।


 
এর আগে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।
 
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময় মারা যাওয়া অ্যাডভোকেট, কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।