ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
গাংনীতে ট্রাকচাপায় শিশু নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে ট্রাকের চাপায় রিম্পা খাতুন (০৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিম্পা ওই গ্রামের দিনমজুর মিনারুল ইসলামের মেয়ে।

সে বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাওট বাজারের কাছে মহাসড়ক পার হচ্ছিল রিম্পা। এ সময় ঝিনাইদহ এইচএন পরিবহনের সবজিবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।