ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সম্মিলিত নাগরিক জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বগুড়ায় সম্মিলিত নাগরিক জোটের মানববন্ধন সম্মিলিত নাগরিক জোটের মানববন্ধন- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: স্থপতি আমিনুল করিম দুলালের নকশায় নির্মিত বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত নাগরিক জোট।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অত্র সংগঠনের আহ্বায়ক এফএম শাব্বীর পল্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- রেজাউল করিম দীপন, আখতারুজ্জামান, জেএম রউফ, খলিলুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মাহফুজুল হক দুলু, আবু সাঈদ সিদ্দিকী, এবিএম জিয়াউল হক বাবলা, আব্দুর রহিম বগরা, আবদুল্লাহেল বাকী তারা, গোলাম রব্বানী ঠান্ডু, শিশির মোস্তাফিজ, এইচ আলিম, সাজেদুর রহমান সিজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থপিত আমিনুল করিম দুলালের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে নতুনভাবে আবার সেই শহীদ মিনার নির্মিত হয়। তখন আগের নকশা পরিবর্তন করে ফেলা হয়।

তাই আগের নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।