ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলীতে ৯ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
আমতলীতে ৯ জেলেকে জরিমানা

বরগুনা: বরগুনার আমতলীতে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬১ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হুমায়ূন মৃধা, দেলোয়ার হোসেন, আব্বাস হাওলাদার, সোহেল মুসুল্লি, শাহীন চৌকিদার, হাসেম প্যাদা, শুভঙ্কর, মিলন হাওলাদার ও কাওসার।

মৎস্য অফিস সূত্র জানায়, রোববার (০১ জানুয়ারি) রাত থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত পায়রা নদীতে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালায়। অভিযানে ৪৬ হাজার বেন্তি, ১২ হাজার ৫শ’ কারেন্ট ও তিন হাজার মিটার চরগড়া অবৈধ জালসহ নয় জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে ৬১ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।