ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সরকারি খাল দখল করায় দুই জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শরীয়তপুরে সরকারি খাল দখল করায় দুই জনের কারাদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাঐকান্দি গ্রামে সরকারি খাল দখল করে ঘর নির্মাণ করায় দুই জনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে বাঐকান্দি গ্রামে সরকারি খাল দখল করে ঘর নির্মাণ করায় দুই জনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার রায় এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কাদের ছৈয়াল (৪০) ও আবুল হোসেন ছৈয়াল (৪৫)।

প্রবীর কুমার রায় বাংলানিউজকে জানান, বাঐকান্দি গ্রামে আব্দুল কাদের ছৈয়াল ও আবুল হোসেন ছৈয়াল সরকারি খাল ভরাট করে ঘর নির্মাণ করেন। অভিযুক্তদের কয়েক দফায় সরকারি খাল দখল মুক্ত করার নোটিশ দেওয়া। জায়গাটি তারা দখল মুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সময় ভেদরগঞ্জ থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিস সহকারী কবির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।