ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আদিতমারীতে ৪ জুয়াড়ির কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত ৪ জুয়াড়ি

লালমনিরহাটের আদিতমারীতে চার জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে চার জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল খায়রুম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কিসামত চরিতাবাড়ী তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার মইছা মিয়ার ছেলে মুস্ত মিয়া (৩৫), আবুল হোসেনের ছেলে কুদ্দুস মিয়া (৩০), মোখলেছার আলীর ছেলে লাল মিয়া (২৫) ও দ্বীন ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।