ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় ২ তুলার গোডাউন পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ভান্ডারিয়ায় ২ তুলার গোডাউন পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দু’টি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


 
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ভান্ডারিয়া পৌর এলাকার ভুবেনশ্বর ব্রিজের দক্ষিণ পাশে কারিগর পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভান্ডারিয়া পৌরসভার পৌর সহায়তা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওবাইদুর রহমান আরিফের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরিফের আরো একটি গোডাউন পুড়ে যায়।
 
ভান্ডারিয়া স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ভান্ডারিয়া, পিরোজপুর, কাউখালী ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিভায়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।