ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার ছবি : প্রতীকী

কক্সবাজার: টেকনাফ থানা পুলিশ পৌর এলাকার কায়ুকখালী পাড়ায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।   এসব ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা ।


 
পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল কায়ুকখালী থেকে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।
 
এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা আটকের ক্ষেত্রে এটি পুলিশের বড় একক অভিযান।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।