ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে মনি সিংহ মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
দুর্গাপুরে মনি সিংহ মেলা শুরু কমরেড মনি সিংহ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবারের মতো এবারও সাতদিন ব্যাপী কমরেড মনি সিংহ মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কমরেড মনি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলা শুরু হয়।



মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। এ সময় মেলা ‌উদযাপন কমিটির সভাপতি দুর্গা প্রসাদ দেওয়ারী, মনি সিংহের ছেলে ড. দিবালোক সিংহ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা  উপস্থিত ছিলেন।

মেলায় প্রায় পাঁচ শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।