ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক বিক্রেতার কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে আটক আরেক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



বুধবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে সদর পৌর এলাকার দক্ষিণ পৈরতলা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজনের মধ্যে কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- দক্ষিণ পৈরতলার মো. আব্দুল আজিজের ছেলে রিপন (৩৫) ও একই এলাকার মৃত আরব আলীর ছেলে মো. জাবেদ।

আটক অপর ব্যক্তি হলেন-উত্তর পৈরতলা এলাকার লাল মিয়ার ছেলে মো. সোলায়মান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ইয়াবা বিক্রেতা রিপন ও জাবেদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া সোলায়মানের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা বিক্রির নগদ পাচ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপন ও জাবেদকে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, দু’জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে উভয়কেই আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।