ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সাইদুল জামালপুরের সদর উপজেলার খামারপাড়া এলাকার শাহ্ আলমের ছেলে।

এ ঘটনায় আবদুল মান্নান (৩২) ও মোজাম্মেল হক (৫৬) নামে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, ভোরে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও জামালপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাইদুল ইসলাম নিহত হন।

এ সময় পিকআপে থাকা আবদুল মান্নান ও মোজাম্মেল হক আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।