ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নলছিটিতে কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ৫

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির পৌর নির্বাচনের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- নাজমুল শরীফ, কুদ্দুস খান, আলঙ্গীর খান ও এনায়েতুর রহমান।



রোববার(২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, নাজমুল শরীফকে নাশকতামুলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতিকালে ৭টি পেট্রোল বোমাসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাউন্সিলর প্রার্থী কাজী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কাউন্সিলর প্রার্থীসহ ৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।