ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আখাউড়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুলাল মিয়া (৫০) নামে  এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুলাল মিয়া দেবগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, দুলাল মিয়া দেবগ্রাম রেলসেতুর নিচে জাল ফেলে মাছ ধরতো।

গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুলাল মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের লোকজন পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের পর পানিতে
পড়ে মৃত্যু হয় তার।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আখাউড়া থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।