ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবিতে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবিতে শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।



নৌপুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক শাহআলম জানান, মোহনপুর থেকে বালুবাহী ‘বালুকনা’ নামের একটি বাল্কহেড চর কিশোরগঞ্জ এলাকায় আসার সময় ‘এমভি মাগফেরাত’ নামের একটি লাইটারেজ জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়।

ওই ঘটনায় শিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে সহকর্মীদের দাবির কথা জানান শাহআলম।

নিখোঁজ শিপন মিয়া গোপালগঞ্জ জেলার দুর্গাপুর এলাকার জোবেদ মিয়ার ছেলে। তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
 
বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাহমুদ হোসেন নিখোঁজের বিষয়ে জানান, তাকে (শিপন মিয়া) উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।