ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোগলহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মোগলহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটের মোগলহাট সীমান্তে শহিদুল ইসলাম (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মোগলহাট সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
আটক শহিদুল ইসলাম ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার জারিদল্লা এলাকার বাসিন্দা।
 
বিজিবি জানায়, মোগলহাট সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন শহিদুল। খবর পেয়ে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।  
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অনুপ্রবেশের দায়ে থানায় একটি মামলা হয়েছে।  
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতি ভারতীয় নাগরিক আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।