ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই মাস চিকিৎসার পর ঢামেক ছাড়লেন তারেক রহিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
দুই মাস চিকিৎসার পর ঢামেক ছাড়লেন তারেক রহিম তারেক রহিম

ঢাকা: প্রায় দুই মাস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলায় গুরুতর আহত কবি তারেক রহিম।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি ঢামেক ত্যাগ করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য জানান।

গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক, ব্লগার ও লেখক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা চালায় চারজন যুবক। তারা এ তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। এতে তিনজনই গুরুতর আহত হন।

একই দিন বিকেলে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে প্রকাশন ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এদের মধ্যে কবি তারেক রহিমের অবস্থা গুরুতর থাকায় গত ১ নভেম্বর নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে দীর্ঘ ৫৭ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে রোববার বাসায় ফিরলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।