ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত সেলিমের প্রতিবেশী রুহুল আমিন বাংলানিউজকে বলেন, সেলিম শনির আখড়া এলাকায় থেকে দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবণতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ এএসআই সেন্টু চন্দ দাস।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।