ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা মায়া গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
চুনারুঘাটে ছাত্রলীগ নেতা মায়া গ্রেপ্তার

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এফ এম ফুল মিয়া খন্দকার মায়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মায়া সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলা তাঁতীলীগ সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি কবির মিয়া খন্দকারের ছোট ভাই।

পুলিশ জানায়, মায়ার বড় ভাই কবির শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আন্দোলনে হামলার ঘটনায় চুনারুঘাট থানার মামলায় আসামি হয়ে পলাতক। এ হামলায় মায়ারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে ফেসবুকে গুজব ছড়াচ্ছিলেন মায়া।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।