ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ থেকে আনা কাপড়ের ক্রয় রশিদ না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা শহরের সড়কবাজার এলাকার কাপড়ের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।  

অভিযান সূত্রে জানা গেছে, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলো বিদেশি কাপড় কেনার প্রমাণ হিসেবে রশিদ দেখাতে না পারায় কত টাকায় কেনা এবং শুল্ক দিয়ে বৈধভাবে আনা হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সড়ক বাজার এলাকার শাড়ি বিচিত্রাকে ২০ হাজার টাকা, কমলালয়কে ২০ হাজার এবং ইলোরাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ঈদকে কেন্দ্র করে কাপড় ব্যবসায়ীরা যেন গ্রাহকের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মুনাফা না করেন এবং চোরাই পথে আনা কাপড় কিনে যেন গ্রাহকরা প্রতারিত না হন, সেজন্য অভিযান চালানো হয়েছে। অভিযানে কাপড়ের দোকানগুলোকে ক্রয় রশিদ সংরক্ষণ এবং অস্বাভাবিক মুনাফা অর্জন না করার বিষয়ে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।