ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
গাজীপুরে আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ   কারখানার সামনে শ্রমিকরা।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় আলিফ গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। আলিফ গ্রুপের বন্ধ কারখানাগুলো, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং (প্রাঃ) লিমিটেড কারখানায় কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কারখানার শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। এর ফলে কারখানার অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় কারখানাগুলোর সব কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।  

শ্রমিকরা জানান, সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বাৎসরিক ছুটি ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো দাবি মেনে নিচ্ছে না। সকালে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে এর জের ধরেই শ্রমিকরা কারখানার সামনে পুনরায় বিক্ষোভ শুরু করে। পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ