ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

এর আগে বুধবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তার ছেলে মো. নাহিদ আলম (২২)।

গ্রেপ্তারদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।