খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাতে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাটিরাঙ্গার মুসলিমপাড়ার সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান (৩১) ও লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের শেখ বাড়ির তছির আহম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫)।
নাঈম ও ইউসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ১২টির মতো মামলা রয়েছে। তাদের কাছ থেকে ধারালো ছুরি, দা, চাপাতিসহ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, এ ডাকাত সদস্যরা গত ৪ মার্চ মাটিরাঙ্গার মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসতঘরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। তার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্যাদি বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এডি/আরবি