ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আবারও মিলল বোমাসদৃশ বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
চুয়াডাঙ্গায় আবারও মিলল বোমাসদৃশ বস্তু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেলো বোমাসাদৃশ বস্তু। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দর্শনা কেরু চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে সাদা পলিথিনের ব্যাগের কাঠের গুঁড়ির ওপর লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে দর্শনা থানায় খবর দিলে পুলিশ এসে এলাকাটি ঘিরে রাখে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এটি বোমা নাকি ককটেল।  

এর আগে ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে আলাদাভাবে ছয়টি বোমা উদ্ধার করা হয়। পরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পাওয়া যায় আরও সাতটি বোমা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়।  

রাজশাহীতে র‌্যাব-৫ এর ইউনিট ও যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। সে বিষয়ে কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।