নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে পৌরসভার প্যানেল মেয়র মো. জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীরকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি ভাঙচুরের মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এমআরপি/জেএইচ