সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক চোরাকারবারীর নাম সোহেল উদ্দীন (৫৫)। তিনি জেলার কলারোয়া উপজেলার আইসপাড়ার হামেস উদ্ধীনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা আবাদেরহাট এলাকায় অবস্থান নিয়ে ইজিবাইকে করে সীমান্তের দিকে গমনকালে সোহেল উদ্দীনকে আটক করে। এসময় তার ইজিবাইকের স্টিয়ারিংয়ের এর সেটিংয়ের মধ্যে টেপ দিয়ে পেচানো অবস্থায় রাখা এক কেজি ৮শ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইকসহ জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২শ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমআরএম