ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার অপহৃত শিশু নাজিয়া তাসনীমকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের শিকার ১৩ বছরের শিশু নাজিয়া তাসনীমকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত ১২ ডিসেম্বর রূপগঞ্জের বরপা এলাকা থেকে নাজিয়া তাসনীম অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় মাহমুদুল হাসান সিয়াম (২১), মো. মোজাম্মেল হক (৪২) ও মালেকা আক্তারকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে পিবিআইয়ের একটি দল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।