পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবৈধ চারটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ইটভাটাগুলো বন্ধসহ গুড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।
এর আগে এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। পরে বুলডোজার দিয়ে অবৈধ চারটি ইটভাটা ভেঙে দেওয়াসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গুড়িয়ে দেওয়া ভাটাগুলো হলো- মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এম এম এল ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস ও মেসার্স বি বি ব্রিকস।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা (ভাটার মালিকরা) যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসআরএস