ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রমজানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ যশোর প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
রমজানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ যশোর প্রশাসনের রমজানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ যশোর প্রশাসনের

যশোর: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশেষ টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্তের কথা জানান প্রশাসন, পুলিশ, পৌর প্রশাসক, বিজিবি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

জেলা প্রশাসক সভায় বলেন, রমজান মাস উপলক্ষে মৌসুমী ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করেন। আবার বাজারের অনেক ব্যবসায়ী আছেন যারা গোডাউনে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেন। হোটেল, ফুটপাতে ক্ষতিকর রং ব্যবহার করে ইফতারি তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।  

এবার এসব করতে দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে-উল্লেখ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।  

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে বিদেশি পণ্যের মোড়ক লাগিয়ে বেশি দামে বিক্রি করে মানুষকে ঠকায়। এবার প্রতিটি পণ্যের সাাথে আমদানিকারকের নাম থাকতে হবে। যাতে প্রতারণার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, রমজান মাসব্যাপী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।  

তিনি বলেন, সাধারণত দেখা যায় সেহরির সময় চুরি হয়। সে কারণে ইফতারি থেকে সেহরি পর্যন্ত পুলিশ তৎপর থাকবে। পাশাপাশি ঈদের বাজারে টানাবাজ, ছিচকে চুরি রোধে সাদা পোশাকে পুলিশি টহলের ব্যবস্থা রাখা হবে। যানজট নিরসনে বাজারে প্রবেশপথে বাঁশ বেঁধে দেয়া হবে।  

তিনি ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে দোকান বন্ধ করার ব্যাপারে একটি নির্দিষ্ট সময় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, রমজান মাসে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহনীয় থাকে এজন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছে।
 
বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, রমজানে ভারতীয় পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, এজন্য কঠোরভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।

ফল ব্যবসয়ায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, রমজান মাসে খেজুর ও ফল কম দামে বিক্রি করা হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, কাঠেরপুলের পৌরসভা পাম্পের জায়গায় পিলখানা করা হবে। শহরের যানজট নিরসনে ২৫ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করা হয়েছে। যানজট নিরাসনে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সভায় আরও আলোচনা করেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহামদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নাসিবের সভাপতি সাকির আলী, জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মুদি ব্যবসায়ী মোস্তাক আহমেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং মাংস ব্যবসায়ী শওকত আলী বাবু।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।