ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরার পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
কুমিল্লায় শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরার পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ

কুমিল্লা: কুমিল্লার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ছয় হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।  

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (এফসিএস) এম নাসিমুল হাই, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মো. মাইমুন কবির ও উপব্যবস্থাপক মো. মোশারফ হোসেন।  

প্রধান অতিথি ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ প্রতিবছরই মাহে রমজানের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরিফ বিতরণ করে আসছে। এবারই প্রথম হোমনা উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও কুমিল্লার হোমনা উপজেলার মোট ৪৩টি বিদ্যালয়ে ছয় হাজার ৩০০ কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে।  

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, এ দেশকে এগিয়ে নিতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রয়োজন। আসন্ন পবিত্র মাহে রমজানে তোমরা এ কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করবে এবং তা পালন করবে। যারা আরবি পড়তে পারবে না, তাদের সুবিধার্থে কোরআনে বাংলা উচ্চারণ ও তরজমা দেওয়া আছে। রমজানে একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। না পারলে অন্তত প্রতিদিন তিনটি আয়াত হলেও পড়বে। তোমাদের মা-বাবা, আত্মীয়স্বজন ও বসুন্ধরার সবার জন্য দোয়া করবে- এ প্রত্যাশা করছি।  

এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চান মিয়া সরকার, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।