ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
খুলনায় ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নগরের শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা। ছবি: বাংলানিউজ

খুলনা: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।

নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এ দিনটি পালন করছে খুলনাবাসী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিএনপির খুলনা জেলা মহানগরের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা ও মহানগর শাখার নেতারা, খুলনা প্রেস ক্লাবের নেতারাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভিড় জমায়। বাবা-মায়ের সঙ্গে ছোট ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে আসে শহীদ মিনার প্রাঙ্গণে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।