ঢাকা: চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ছাগির আহমেদ চৌধুরীকে সচিবালয়ের এক নম্বর গেট থেকে আটক করা হয়েছে।
সচিবালয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে তিনি আটক হন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে প্রবেশের সময় এক নম্বর গেট থেকে ছাগিরকে আটক করা হয় বলে জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
তিনি বলেন, বিষয়টি হলো তার প্রবেশ পাসের মেয়াদ নেই। তার গাড়ির স্টিকারও মেয়াদত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়িসহ আটক করেন।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপ-সচিবের সাথে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাকে অবৈধ অনুপ্রেবশকারী হিসেবে আটক দেখানো হয়েছে।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, আওয়ামী সরকারের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর ছিলেন ছাগির। মেয়াদত্তীর্ণ এই প্রবেশ পাস নিয়ে তিনি একাধিকবার সচিবালয়ে প্রবেশ করেছেন।
সচিবালয় পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর ছাগিরকে দুপুর পর্যন্ত সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারহানা মৃধার অফিসে রাখা হয়। এরপর সচিবালয়ের নিরাপত্তা পরিদর্শক (আরআই) মো. আব্দুল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জিসিজি/আরএইচ