ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত নিহত আফনানুল ইসলাম ফাহাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফনানুল ইসলাম ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়াও এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম ও শাকিল নামে দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনানুল ইসলাম ফাহাদ (১৮) উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে এবং পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরসাইকেলে চড়ে আফনানুল ইসলাম ফাহাদসহ তিনবন্ধু মিলে পাকুন্দিয়া বাজার থেকে পার্শ্ববর্তী থানারঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের বাহাদিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ফাহাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফাহাদসহ তার বন্ধু নাঈম ও শাকিল।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও শাকিলকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।