ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার ফেনী মডেল থানা

ফেনী: অপারেশন ডেভিল হান্টে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ফাহিম (২৯), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী মো. ইসমাঈল (৩০), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্র লীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েম (২৩), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান তসলিম (২৮), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. মাইন উদ্দিন (২১), দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. খাজা মাইন উদ্দিন চিশতী (৫৫), জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (৬০) ও দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে ফেনী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের জেলার দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, আটক তিনজনকে ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।