চাঁদপুর: চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়ালজুড়ি খালের ওপর প্রবাসী অর্থায়নে নবনির্মিত লোহার একটি সেতু উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ওমানপ্রবাসী দুলাল মোল্লা।
সেতুটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দাদের সদরে যাতায়াত সহজ ও শিক্ষার্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো।
প্রবাসী দুলাল কচুয়ার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের তাজুল ইসলাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়ালজুড়ি খালের ওপর বহু বছরের পুরোনো ও বেহাল অবস্থায় একটি সেতু ছিল। গত বছর ২৪ ডিসেম্বর সেতুটির মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। ফলে দুপাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।
হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়। ফলে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, লোহার সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসী কৃতজ্ঞ।
প্রবাসী দুলাল মোল্লা বলেন, মানুষের দুর্ভোগ দেখে ব্রিজটি নির্মাণ করেছি। এখন মানুষের কষ্ট লাঘব হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসআরএস