কিশোরগঞ্জ: ক্ষমতার দাপট দেখানোসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপত মো. আবদুল হামিদের ভাতিজা শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় অবস্থিত রিসোর্টিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমা নামাজের পর উপজেলার মিঠামইন বাজার থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’র সামনে জড়ো হন। পরে রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। এরপর রিসোর্টে ভাঙচুর শুরু করেন তারা। এক পর্যায়ে রিসোর্টটিতে অগ্নিসংযোগ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, এ বিষয়ে বিস্তারিত জানা নেই। খোঁজ নিয়ে জানা হবে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা অ্যাডভোকেট মো. শরীফ কামাল মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ‘হাওর রিসোর্ট’র মালিক তিনি। তার নামে ক্ষমতার দাপট দেখানোসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে স্থানীয়দের।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস