জামালপুর: জামালপুরে ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের নেতা ও আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যার দিকে জামালপুর শহরের আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর আদালতের সামনের সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ২৪ এর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার একাধিক মামলা হয়েছে তার নামে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরএ