ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়া সীমান্তে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
কুলাউড়া সীমান্তে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ কুলাউড়া সীমান্ত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত যুবকের নাম আহাদ মিয়া (৪৫)। তিনি কুলাউড়া উপজেলার দশটিকি ইউনিয়নের নয়াবস্তি গ্রামের (উলাছড়া বস্তি সংলগ্ন) বাসিন্দা।

রোববার (২৬ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতিবছরের মতো আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেন। কিন্তু এবার জমি ইজারা না দেওয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়।  

থানা সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন আহাদ মিয়াকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
বিবিবি/এএটি                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।